• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমকর্মী চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
গণমাধ্যমকর্মী চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাম্প্রতিক সময়ে ৩৫০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী চাকরি হারানোর পর গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, সাংবাদিকদের জীবিকা যদি অনিশ্চিত থাকে, তবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। এটি শুধু সাংবাদিকদের জন্য নয়, বরং জাতির জন্যও একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে।
জিএম কাদের জানান, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় ১৫০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন। এছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রিন্ট ও অনলাইন পোর্টালেও চাকরি হারিয়েছেন আরও অন্তত দুই শতাধিক সাংবাদিক। একসঙ্গে এত বিপুল সংখ্যক সাংবাদিকের চাকরি হারানো বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।বিবৃতিতে তিনি আরও বলেন, সাংবাদিকদের চাকরি হারানোর এই ঘটনা অমানবিক এবং ন্যায়বিচারবিরোধী। তিনি সরকারের কাছে গণমাধ্যমকর্মীদের চাকরি পুনর্বহাল করার দাবিতে সমাধান প্রত্যাশা করেন এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানান।