• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৯:৫৬ অপরাহ্ণ
বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের অবদান আরো জোরালো করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডিআরইউর কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা তাদের সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপে সরকারের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সত্য উন্মোচন করা নয়, বরং সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তাগিদ দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, গুজব, অপপ্রচার, অপতথ্য ও বিকৃত তথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। এসব প্রতিরোধে সাংবাদিকদের সচেতনতা বৃদ্ধি ও জনগণকে তথ্যগতভাবে সঠিক পথে পরিচালিত করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি ডিআরইউ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।