• ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে শেখ হাসিনার ‘ইয়ে’ চিরন্তন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ণ
ভারতের সঙ্গে শেখ হাসিনার ‘ইয়ে’ চিরন্তন
সংবাদটি শেয়ার করুন...
আওয়ামী লীগের নেতাদের ভারতে অবস্থানের বিষয়টিকে মুক্তিযুদ্ধের সময়ের সঙ্গে তুলনা করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। ভারতে অবস্থানকারী পলাতক নেতারা বলছেন, ‘মুক্তিযুদ্ধের সময়েও তো লাখ লাখ মানুষ ভারতে চলে এসেছিলেন।’ এসবই ডিজিটাল মাধ্যমে প্রচার করা হচ্ছে। অবশ্য, মানুষ এই তুলনা বিবেচনায় নিচ্ছে বলে মনে হয় না। কারণ সবাই বোঝে, তেলাপোকার সঙ্গে পাখির তুলনা হাস্যকর!
ভারতের সঙ্গে শেখ হাসিনার অন্যরকম ‘ইয়ে’ চিরন্তন। এর মধ্য দিয়েই পরিস্থিতি এগিয়েছে, যা অনেকেরই দৃষ্টিগোচর হয় এরশাদ সরকারের আমলেই। আওয়ামী ঘরানার সাংস্কৃতিক বিকাশের নামে আগ্রাসন স্পষ্ট হয়েছে। সবমিলিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান হঠাৎ বৃষ্টির মতো কোনো ঘটনা নয়। বরং নানান ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং ব্যবহৃত হয়েছেন, হচ্ছেন ও হবেন দাবার গুটি হিসেবে। আর এই গুটি ভারত নানাদিকে চালবে। এটি পানির মতো পরিষ্কার। যদিও পানি নিয়ে ভারত অনেক ধরনের অপরিষ্কার খেলা খেলছে, যা মরণ খেলা আমাদের জন্য। সবই হচ্ছে রাজনীতির খেলা।
আর ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই!’ এটি যেমন বহুল উচ্চারিত, তেমনি প্রমাণিত সত্য, পানি ঢালুতে গড়ায়। আওয়ামী লীগের রাজনীতি এখন পানির চিরন্তন প্রবণতায় আছে। কিন্তু আওয়ামী রাজনীতির জল সাধারণ নিয়মের ঢালুতে প্রবাহিত হবে, নাকি উল্টো দিকে বইবে, তা অনেকটাই নির্ভর করে নির্বাচন অনুষ্ঠানকালীন সরকারের দক্ষতা এবং বিএনপি-জামায়াতসহ মুক্ত চিন্তার রাজনীতিক দলগুলোর প্রজ্ঞার ওপর। এ বিষয়ে কোনো বালখিল্য আচরণ হলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা থেকেই যায়! এ ব্যাপারে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের একটি উক্তি উল্লেখ করা যায়। তিনি ২৪ ফেব্রুয়ারি বরগুনায় বলেছেন, ‘৫ আগস্টের পর আমরা আরেকটি ষড়যন্ত্রের মধ্যে পড়েছি। ’৭১ এবং ’২৪-এর পরাজিত শক্তি গোপনে গোপনে প্রেম করে আবারও বাংলাদেশের ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো পরাজিত শক্তিই বাংলাদেশের পক্ষে নেই। কেউ দিল্লির সঙ্গে আবার কেউ ইসলামাবাদের সঙ্গে প্রেম করছে।’ শুধু ছাত্রদল নেতা আমান নয়, এ ধারণা অনেকেই পোষণ করেন, যা বিশেষভাবে বিবেচনায় রাখা প্রয়োজন। আরও বিবেচ্য হচ্ছে, কিংস পার্টির তকমাপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলটি কোন পথে হাঁটে। অথবা তাদের কোন পথে নিয়ে যায় নেপথ্যে কুশিলবরা।
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ৯ মার্চ ২০২৫, শিরোনাম, “স্বপ্নবিলাস ও নানান শঙ্কা”