বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ
দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ১৫:৫৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। স্কুলে ইংরেজি ভার্সনে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। খালি পদে যোগ্য প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে, তবে নির্দিষ্ট পদ সংখ্যা উল্লেখ করা হয়নি। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে, এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা প্রযোজ্য নয়।
বেতন স্কেলটি বিএড ডিগ্রি সম্পন্ন প্রার্থীদের জন্য ১০ম গ্রেড, তবে বিএড ছাড়া প্রার্থীদের জন্য ১১তম গ্রেড অনুযায়ী। এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে বাড়িভাড়া, উৎসবভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের জন্য প্রার্থীদের ৭০০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে, যা ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বগুড়া সেনানিবাস শাখায় করতে হবে।
আবেদনের শেষ সময় ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত, এবং বয়সসীমা ৩৫ বছর। তবে ইংরেজি ভার্সনে প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। প্রার্থীদের পরীক্ষার সময় মোবাইলে জানানো হবে, এবং কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। বিশেষ দ্রষ্টব্য হিসেবে, যারা ২০২৩ সালে ইংলিশ ভার্সনে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।