• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার ও স্বচ্ছতার বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ১৫:০৪ অপরাহ্ণ
সংস্কার ও স্বচ্ছতার বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। তরুণ প্রজন্মের অসাধারণ সংকল্প ও শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তার ভবিষ্যৎ নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত।
বিশ্ব অর্থনীতির অস্থিরতা, ঋণ সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার চ্যালেঞ্জের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, এশিয়ার দেশগুলোকে অবকাঠামো ও দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে হবে। তিনি দুর্নীতি ও আর্থিক অপচয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেন, উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার হারায়, যা তাদের আন্তর্জাতিক সহায়তার চেয়েও অনেক বেশি। এই সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বহুপাক্ষিক মধ্যস্থতা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।