চীনে প্রধান উপদেষ্টার সঙ্গে বান কি-মুনের বিশেষ বৈঠক
দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ১৫:৫৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও বিএফএ চেয়ারম্যান বান কি-মুন। বৈঠকে বৈশ্বিক অর্থনীতি, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়।
এছাড়া, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংগিউও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে, বোয়াও সম্মেলনের ফাঁকে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং-এর সঙ্গেও সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।