বায়ুদূষণ বিশ্বজুড়ে এক ভয়াবহ সংকট হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে। ঢাকাও দীর্ঘদিন ধরে ভয়াবহ বায়ুদূষণের শিকার। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের র্যাঙ্কিংয়ে ১৫৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় নবম স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ২৮৪। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি (১৮৬), তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৫), চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৮৪) এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের হো চি মিন সিটি (১৮১)। সাধারণত একিউআই স্কোর ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং নির্মাণকাজের ধুলো। শীতকালে পরিস্থিতি আরও খারাপ হয়, কারণ বাতাস ভারী হয়ে দূষণ দীর্ঘ সময় আটকে থাকে। বায়ুদূষণের এই মারাত্মক অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়বে।