ঈদযাত্রার তৃতীয় দিনে বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গেছে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে থেকেই স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তের যাত্রীরা সুবিধা পান। যাত্রীসেবায় এবারও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনের শুরু থেকে গন্তব্য পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং টিকিট যাচাই করা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে। এছাড়া বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে বিশেষ ট্রেন চালু হবে বলেও জানান তিনি।
এদিকে, সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। স্টেশনের ভেতর ও বাইরে অতিরিক্ত যাত্রীদের ভিড়ে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।