দুর্নীতি দমন কমিশন (দুদক) নিউইয়র্কে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মুনসুরের নামে ১৪টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছে। এসব সম্পদের বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা। পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের নামেও নিউইয়র্কে একটি বাড়ির সন্ধান মিলেছে। দুদকের তদন্তে তাদের বিপুল অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে।
ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ এই দুই ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। ক্ষমতার সুরক্ষায় তারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অনুসন্ধানে নামে দুদক। তদন্তে দেখা যায়, খোকন ও তার স্ত্রীর নামে প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ এবং সাড়ে ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে, তমাল মুনসুরের মোট অবৈধ সম্পদের পরিমাণ ৬৭ কোটি টাকা বলে দুদক নিশ্চিত করেছে।
এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। কর্মকর্তারা জানিয়েছেন, এসব সম্পদের প্রকৃত উৎস শনাক্ত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেওয়া হতে পারে।