• ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাকচাপায় দুই তাবলীগ সদস্যের মৃত্যু, আহত ২

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১৫:২১ অপরাহ্ণ
হবিগঞ্জে ট্রাকচাপায় দুই তাবলীগ সদস্যের মৃত্যু, আহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাবলীগ জামায়াতের দুই সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জের মো. মারুফ (৩৮)। আহতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের আল-মামুন (৬৫) এবং ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৩০)। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, নিহতরা বাহুবলের চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামাতে ছিলেন এবং সেখান থেকে আদিত্যপুর মসজিদে যাচ্ছিলেন। পথে ঈদগাহসংলগ্ন মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক তাদের বহনকারী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।