‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের নিবন্ধনের আবেদন নিয়ম মেনে করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। আবেদনকারীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাংক ড্রাফট ও দলিলপত্র জমা দেওয়া হয়নি, ফলে এটি গ্রহণযোগ্য কি না, তা যাচাই করা হবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা উজ্জ্বল রায় নিজেকে ‘আওয়ামী লিগ’ নামের নতুন দলের প্রধান দাবি করে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেন। তার দাবি, ২৪ মার্চ দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে, যার মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত। তিনি দলের প্রতীক হিসেবে নৌকা বা ইলিশ চেয়েছেন এবং বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কার্যালয় উল্লেখ করেছেন, তবে সুনির্দিষ্ট ঠিকানা দেননি। ইসি আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।