• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসার দস্যু –  ফারুক হাসান

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২১, ১৮:৩৭ অপরাহ্ণ
ভালোবাসার দস্যু –  ফারুক হাসান
সংবাদটি শেয়ার করুন...

ভালোবাসার দস্যু

ফারুক হাসান

মার মার কাট্ কাট্ রুপের ঝলকে,

খাপ খোলা তরবারির আঘাতে

আমার হৃদপিন্ডটা এক লহমায় বা’হাতে তুলে নিয়ে-

শিস্ দিতে দিতে

মৃদু হেসে চলে গেলে তুমি !!