গাজায় চলমান সংঘাতের ইতি টানার বার্তা দিয়েছে হামাস। যুদ্ধ বন্ধের নিশ্চিত প্রতিশ্রুতি এবং বন্দি বিনিময়ের নিশ্চয়তা পেলে গাজায় থাকা সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে তারা প্রস্তুত—এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের এক জ্যেষ্ঠ নেতা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে মিশর ও কাতারের মধ্যস্থতায় কায়রোতে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে হামাস।
হামাসের প্রতিনিধি তাহের এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, যুদ্ধবিরতি চুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত হলে তারা বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু করবে। তবে হামাসের অভিযোগ—ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং যুদ্ধবিরতির অগ্রগতি ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে। তাহের বলেন, “বন্দিদের সংখ্যা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে দখলদারদের বিশ্বাসযোগ্যতা। চুক্তি বাস্তবায়নে তারা বাধা দিচ্ছে, যা সংঘাতকে আরও দীর্ঘ করছে।”
তিনি আরও যোগ করেন, হামাস ইসরায়েলের কাছ থেকে নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে যেতে চায় না। এই অবস্থায় ইসরায়েলকে চাপে রাখতেই তারা নির্দিষ্ট শর্তে অনড় আছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইসরায়েল হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে আলোচনার নতুন দিক খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।