খান ইউনিসে ইসরাইলি হামলায় শীর্ষ পুলিশ কর্মকর্তা নিহত
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ১৭:৫৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ফের আগ্রাসন চালিয়েছে ইসরাইলি বাহিনী। নতুন করে এই হামলায় নিহত হয়েছেন পশ্চিম খান ইউনিস থানার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহমেদ আল-দারবাশি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গাজার জেনারেল ডিরেক্টরেট অব পুলিশ। হামলার পর পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি বাহিনী তাদের সরাসরি লক্ষ্যবস্তু করলেও তারা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, “দখলদার বাহিনী আমাদের প্রতিরক্ষা কাঠামো ধ্বংস করতে চাইলেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটছি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমাদের পুলিশ বাহিনীর ওপর এই বারবারের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।” পুলিশ নিজেদের ‘আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী’ হিসেবে উল্লেখ করে জানায়, ইসরাইলের হামলা তাদের দায়িত্ববোধকে নড়বড়ে করতে পারবে না।
এদিকে গাজা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার (১২ এপ্রিল) তারা জানায়, গাজার সীমান্তঘেঁষা বসতি এলাকায় রকেট হামলার সতর্কতা জারি করা হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, নীর ইতজাক, সুফা ও হুলিত নামক অবৈধ বসতিতে হামলার চেষ্টা হয়েছিল। পাল্টা জবাবে, হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড জানায়, তারা টানা দ্বিতীয়বারের মতো সীমান্তবর্তী ইসরাইলি বসতিকে লক্ষ্য করে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।