গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজায় ইসরায়েল-হামাস সংঘাতে যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হামাসের হাতে আটক থাকা অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল ও হামাস—উভয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আলোচনার সুনির্দিষ্ট বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অনেকদূর এগিয়েছি। অনেকে ফিরে এসেছে এবং তারা এখন মোটামুটি ভালো আছে। কিন্তু কেউ কেউ মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। আমি মনে করি তারা দীর্ঘদিন এই ট্রমা বহন করবে।” তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি বাকিদেরও ফিরিয়ে আনার। আলোচনা চলছে—ইসরায়েল ও হামাস, দুই পক্ষের সঙ্গেই।”
এদিকে, টাইমস অব ইসরাইল ও ওয়াইনেট নিউজ জানায়, মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফও জিম্মিদের পরিবারের সঙ্গে একই বার্তা ভাগ করেছেন। অন্যদিকে মিশর একটি নতুন যুদ্ধবিরতির খসড়া ইসরায়েলের হাতে তুলে দিয়েছে, যার আওতায় ৪০ থেকে ৭০ দিনের বিরতির প্রস্তাব রয়েছে। এই সময়ে আটজন জীবিত জিম্মি এবং আটজন নিহতের মরদেহ ফিরিয়ে দেওয়া হবে, আর ইসরায়েলি কারাগার থেকে বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। হামাস