৩৬ হামলায় নিহত শুধু নারী ও শিশু—জাতিসংঘের আঁতকে ওঠা তথ্য
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১৮:০৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজা উপত্যকায় সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের প্রকাশিত এক তদন্ত রিপোর্টে ভয়াবহ এক চিত্র উঠে এসেছে। সংস্থাটির মানবাধিকার দফতর জানিয়েছে, অন্তত ৩৬টি হামলায় কেবল নারী ও শিশু নিহত হয়েছেন। ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য নির্ধারিত তাঁবু ও আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয় ২২৪টির মতো হামলা। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এই হামলাগুলোর ধরন ও বিস্তৃতি প্রমাণ করে যে, গাজার ভেতরে কোনো জায়গাই আর নিরাপদ নেই।
জাতিসংঘ জানায়, তারা নিশ্চিত করেছে যে, যে ৩৬টি হামলার তথ্য তাদের কাছে এসেছে—সেগুলোর প্রত্যেকটিতে শুধু নারী ও শিশুরাই নিহত হয়েছেন। ৬ এপ্রিল দেইর আল বালাহ এলাকায় আবু ইসা পরিবারের বাড়িতে চালানো হামলায় নিহত হন একজন কন্যাশিশু, চারজন নারী ও চার বছরের একটি ছেলে শিশু। এসব ঘটনা প্রমাণ করে, বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক আইন কার্যত কোনো কাজ করছে না।
অফিসটি আরও সতর্ক করে জানায়, ইসরাইলের অব্যাহত উচ্ছেদ ও আগ্রাসনের কারণে ফিলিস্তিনিরা এখন আর কোথাও নিরাপদভাবে থাকতে পারছে না। দিন দিন কমে আসছে বসবাসযোগ্য এলাকা, আর মানুষ বাধ্য হচ্ছেন জোরপূর্বক বাস্তুচ্যুত হতে। জাতিসংঘ এ অবস্থাকে ‘উৎখাত ও জবরদস্তিমূলক স্থানান্তর’-এর বৈশ্বিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে, যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ হয়ে রয়ে যাবে ইতিহাসে।