গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যেখানে দেইর এল-বালাহ শহরের একটি বাড়িতে আঘাত হানে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ১১ জন সদস্য। আল জাজিরার প্রতিবেদন বলছে, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই ওই বাড়িটি লক্ষ্য করে বোমা ফেলা হয়। ফলে হতাহতদের অধিকাংশই ঘুমন্ত অবস্থায় আঘাতপ্রাপ্ত হন। শহরের বাসিন্দারা এখনও বিস্ফোরণের শব্দে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে একই দিন ভোরে নাসের হাসপাতালের কাছে একটি অস্থায়ী সাংবাদিক ক্যাম্পেও হামলা চালায় ইসরাইল। এতে গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। একই ঘটনায় প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক হেলমি আল-ফাকাভিসহ আরও দুজন নিহত হন এবং অন্তত আটজন আহত হন। সাংবাদিকদের উপর হামলার ধারাবাহিকতায় এখন পর্যন্ত গাজায় ২০০ জনের বেশি সংবাদকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনের চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার ভোর থেকেই গাজাজুড়ে নতুন করে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মরদেহের স্তুপ আর কান্নার রোল এখন গাজার প্রতিটি কোণায়। দেইর এল-বালাহ শহরের পাশেই দেখা গেছে বহু পরিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির ধ্বংসাবশেষে প্রিয়জনের লাশ খুঁজছে, আর প্রতিদিনই এই ট্র্যাজেডির গভীরতা বাড়ছে।