• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়াকে ছাড় নয়, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ১৮:৪৯ অপরাহ্ণ
রাশিয়াকে ছাড় নয়, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য রুশ কর্মকাণ্ড এখনও ‘গুরুতর হুমকি’—এমন ব্যাখ্যায় তিনি এই নির্বাহী আদেশে সই করেন। ২০১৪ সালের ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে, যা ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আরও কঠোর রূপ নেয়।
রুশ সংবাদমাধ্যম ‘আরটি’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এবং নিষেধাজ্ঞা কমানোর একটি পরিকল্পনার নির্দেশ দিলেও বাস্তব অগ্রগতি না থাকায় আগের অবস্থানে অনড় থাকেন। গত ১০ এপ্রিল স্বাক্ষরিত নথিতে তিনি উল্লেখ করেন, “রুশ সরকারের অপতৎপরতা—যেমন সাইবার হামলা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিকদের ওপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন—জাতীয় নিরাপত্তার জন্য এখনো হুমকিস্বরূপ।”
ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতিতে রাশিয়াকে রাজি করাতে নিষেধাজ্ঞাই এখন সবচেয়ে কার্যকর চাপের কৌশল। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি জানান, রাশিয়ার ব্যাংকিং খাত ও বাণিজ্যিক কার্যক্রমে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। এমনকি যুদ্ধবিরতি না হলে এপ্রিলের শেষ নাগাদ বাড়তি শুল্ক আর নতুন নিষেধাজ্ঞাও আসতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।