• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপন তাসে চীনকে ঠেকাবেন ট্রাম্প!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
গোপন তাসে চীনকে ঠেকাবেন ট্রাম্প!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চীনের সঙ্গে তীব্র শুল্কযুদ্ধে জড়িয়েও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৯ এপ্রিল) এক বক্তব্যে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু ‘গোপন অস্ত্র’ রয়েছে যার ভয়াবহতা বিশ্ব কল্পনাও করতে পারবে না। ট্রাম্পের কথায়, চীন কিছুই করতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং শক্তিশালী। তিনি আশাবাদী, এই উত্তেজনা শুল্ক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে এবং বড় ধরনের সংঘাতে গড়াবে না।
শুল্কযুদ্ধে দুই পক্ষের পাল্টাপাল্টি ঘোষণা যেন এক প্রতিশোধের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। শুরুতে যুক্তরাষ্ট্র ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে যা পরে ৫৪ শতাংশ পর্যন্ত ওঠে। চীন পাল্টা ৩৪ শতাংশ শুল্ক বসায় এবং পরবর্তীতে ট্রাম্প তা বাড়িয়ে ১০৪ শতাংশ পর্যন্ত নেন। সর্বশেষ ঘোষণায় এই হার দাঁড়ায় ১২৫ শতাংশে। জবাবে চীনও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোটবদ্ধ হয়ে ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করেছে, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ইতোমধ্যেই সতর্ক করেছে—এই চলমান শুল্ক যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ৮০ শতাংশ বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে এবং বিশ্ব জিডিপি কমে যেতে পারে প্রায় ৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, শুধু গোপন অস্ত্রের ধমকি দিয়ে এই সংঘাত থেকে উত্তরণ সম্ভব নয়, বরং প্রয়োজন কূটনৈতিক সমঝোতা ও বাস্তবধর্মী বাণিজ্যনীতি।