• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবার বাড়ল স্বর্ণের দাম

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ২১:৪৯ অপরাহ্ণ
আবার বাড়ল স্বর্ণের দাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
টানা দাম বৃদ্ধির পর সামান্য কমানোর কিছুদিনের বিরতির পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকায়। নতুন এই দাম রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দামের তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।
চলতি বছরের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৮ বার এবং কমানো হয়েছে ১৭ বার। গত বছরের তুলনায় এই বছর দাম বৃদ্ধির হার বেশি। অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে; ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেট রুপা ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।