• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বাড়ল তেলের দাম

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ১৯:৪০ অপরাহ্ণ
আবারও বাড়ল তেলের দাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঠিক কত টাকা বাড়ানো হয়েছে, তা ব্যবসায়ীরা পরে জানাবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
খোলা ও বোতলজাত সয়াবিনের পাশাপাশি পাম তেলের দামও বেড়েছে। ব্যবসায়ীরা এর আগে থেকেই আন্তর্জাতিক বাজারের অজুহাতে দাম সমন্বয়ের দাবি তুলে আসছিলেন। আজকের বৈঠকের মাধ্যমে সেই প্রক্রিয়াই আনুষ্ঠানিক রূপ নিল। অথচ আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা করলেও বাংলাদেশে তার প্রভাব সবসময় বিপরীতভাবে ভোক্তার ওপর গিয়ে পড়ে।
অর্থনীতিবিদদের মতে, নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দামে ঘনঘন পরিবর্তন সাধারণ মানুষের ভোগান্তিকে আরও বাড়াচ্ছে। এর আগে গত ১৩ এপ্রিল সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল। নতুন সমন্বয়ের ফলে বাজারে ভোজ্যতেলের দাম আবারও ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।