নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানে সাতটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রূপসী, কাজীপাড়া ও যাত্রামুড়া এলাকায় চারটি চুন কারখানা ও তিনটি হোটেলে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপের পাশাপাশি কারখানার ছয়টি ভাট্টি ও সরঞ্জাম এক্সকাভেটর দিয়ে ধ্বংস করে দেয়। এসময় বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও ১০টি বার্নার জব্দ করা হয়।
তিতাস কর্তৃপক্ষ আরও জানায়, ওই এলাকায় প্রায় দেড়শ বাড়িতে বিস্তৃত চার শতাধিক অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, অবৈধ সংযোগ স্থাপন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।