কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে আতঙ্ক ছড়ানো প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উখিয়া রেঞ্জের সদর বিটের মহুরীপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় অজগরটিকে নিরাপদে আটক করা হয়। উদ্ধারকৃত অজগরের ওজন আনুমানিক ১৫ কেজি। লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়রা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিয়ন্ত্রণে আনে।
উদ্ধার করা অজগরটিকে পরে দোছড়ি বিটের সংরক্ষিত বনে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি জানিয়েছেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বনজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা সম্ভব হয়। পাশাপাশি তিনি স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বনাঞ্চলের সঙ্গে দূরত্ব বজায় রাখার গুরুত্ব উল্লেখ করেছেন।