• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বৃষ্টির পর জলাবদ্ধতা, ডিএসসিসির তৎপরতা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ২১:৫০ অপরাহ্ণ
ঢাকায় বৃষ্টির পর জলাবদ্ধতা, ডিএসসিসির তৎপরতা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, রাজধানীতে গতরাত থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। উত্তরের বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীতে হালকা থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন অনুযায়ী ডিএসসিসির হেল্পলাইন ০১৭৪৯-৮৬১৭৮১ খোলা রাখা হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিমের সঙ্গে একযোগে কাজ করছেন। গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড ও ধানমণ্ডি এলাকার পানির সমস্যাগুলো সমাধান হয়েছে। তবে কিছু এলাকায় পানি নিষ্কাশনের আউটলেট এবং খাল-নদীর লেভেল প্রায় সমান হওয়ায় পানি নামতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
ডিএসসিসি অস্থায়ী পোর্টেবল পাম্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছে। কমলাপুরে স্থাপিত হাই প্রেসার ভার্টিক্যাল পাম্পের মাধ্যমে পানি দ্রুত নামানোর কাজ চলমান রয়েছে। শহরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সার্বিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে, এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কারণে নগরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আসছে।