• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হোল না

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ২০:১৩ অপরাহ্ণ
২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হোল না
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোকছেদুর রহমান (৬৩) দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থেকেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পেলেন না। রাজধানীর দক্ষিণখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে আরও দুইজন দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকেও আটক করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
পুলিশ জানায়, মোকছেদুর রহমান রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকে আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, মাদক মামলায় এক বছরের কারাদণ্ড পাওয়া মজিবুল ইসলাম মইজ্জা (৪৫) সাত বছর আত্মগোপনে থাকার পর ঢাকার আশুলিয়া থেকে ধরা পড়েন। একইভাবে, ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমিনুর রহমান (৫২) ১৫ বছর পালিয়ে থাকার পর গাজীপুরের কালীগঞ্জ বাজার থেকে পুলিশের হাতে ধরা পড়েন।
ওসি এম আর সাঈদ বলেন, তিন আসামিই দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যন্ত কেউই রক্ষা পাননি। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।