• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৯:৩৩ অপরাহ্ণ
আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ২৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,২৭৫ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৬,৩৯৩ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। এর আগে ১৭ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১,০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৬,০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বাড়া দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক সংকেত হলেও প্রকৃত চিত্র দেখা যায় নিট রিজার্ভে। কারণ মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট রিজার্ভ পাওয়া যায়, যা নির্ধারণ করে দেশের প্রকৃত সক্ষমতা। ফলে আইএমএফের পদ্ধতিই এখন বেশি নির্ভরযোগ্য হিসেবে ধরা হচ্ছে।