• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে এসেছে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ
সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে এসেছে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চলতি মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ হয়েছে ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৩১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশে প্রায় ১৯০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা এই বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। এছাড়াও, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রবাসীরা মোট ৭১৩ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশের বেশি।
আগস্ট ও জুলাই মাসেও যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড করা হয়েছে।