সেপ্টেম্বর মাসে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম বেড়েছে টানা সমন্বয়ের ফলে ইতিহাসের সর্বোচ্চ স্তরে। পুরো মাসে মোট ১২ বার দাম সমন্বয় হয়েছে, যার মধ্যে ১০ বারই দাম বেড়েছে। শুধু গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর পর ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরিতে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, যা আগে কখনও হয়নি। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে এই ধাতুটি।
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দুর্বলতা, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে অনিশ্চয়তা, আর্থিক খাতের অস্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক টানাপোড়েন মিলেই বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো বাড়তি স্বর্ণ মজুত করছে, ফলে চাহিদা বাড়ছে দ্বিগুণ। একদিকে দাম বাড়তে থাকায় বাজারে বেচাকেনা কমছে, অন্যদিকে স্বর্ণকাররা কাজ হারিয়ে বেকার হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ৫৯ বার দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ৪১ বার বেড়েছে আর মাত্র ১৮ বার কমেছে। গত বছর পুরো ৬২ বার সমন্বয় হয়েছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক অস্থিরতা অব্যাহত থাকলে দেশীয় বাজারেও দাম দ্রুত ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে বিশ্ব পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে স্বর্ণের দাম ধীরে ধীরে কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।