• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একীভূত প্রক্রিয়ায় ৫ ব্যাংকের পর্ষদ বাতিল

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৭:৪৪ অপরাহ্ণ
একীভূত প্রক্রিয়ায় ৫ ব্যাংকের পর্ষদ বাতিল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
একীভূত প্রক্রিয়ার আওতায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশ জারি করে। এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দুর্বল অবস্থায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাবে অনুমোদন দেয়।
প্রস্তাব অনুযায়ী, পাঁচ ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক গঠন করা হবে, যা পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। নতুন প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন থাকবে ৩৫ হাজার কোটি। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা প্রদান করবে—অর্ধেক নগদে এবং বাকি অর্ধেক সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ব্যাংকটি পাঁচ ব্যাংকের সম্পদ ও দায়ভার গ্রহণ করবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারে রূপান্তর করা হবে, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, বেইল-ইন প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের দায়ের অংশ শেয়ারে রূপান্তর করে স্থিতিশীলতা আনা হয়। নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে, তবে ধীরে ধীরে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে।