কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে সরকারি আদেশ অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে ৬১৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬১৮ জনকে আটকের পাশাপাশি অযথা বাড়ির বাইরে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া লকডাউনের নিময় ভঙ্গে ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে ৩ জুলাই (শনিবার) লকডাউনের তিন দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০ ও তৃতীয় দিনে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে র্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা ও শুক্রবারের অভিযানে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা ও তৃতীয় দিনে দেশব্যাপী র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়।
কঠোর এই লকডাউনে অযথা ঘরের বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা ছাড়াও শপিংমল, দোকানপাট, গণপরিহন বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে কঠোর স্বাস্থবিধি মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে