• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যুবতীকে ধর্ষণ করলো উবার চালক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৫:০৬ অপরাহ্ণ
যুবতীকে ধর্ষণ করলো উবার চালক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

ভোর রাতে বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন এক নারী। ওই নারী যাত্রীকে একা পেয়ে গাড়ির ভেতরেই ধর্ষণের অভিযোগ এক উবার চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা

বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুগান গণমাধ্যমকে বলেছেন, নির্যাতিত ওই নারীর বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ধরেই বেঙ্গালুরুতে বসবাসের পাশাপাশি সেখানকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি।

তিনি আরও জানান, অভিযুক্ত উবার চালকের বাড়ি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। গত দু’বছর ধরে তিনি বেঙ্গালুরু শহরে উবার চালক হিসেবে কাজ করছিলেন।

বেঙ্গালুরুর জীবন বিমানগর থানায় দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, এইচএসআর লেআউট থেকে মুরুগেশ পাল্যা ফেরার জন্য উবার ভাড়া করেছিলেন তিনি। গন্তব্যে পৌঁছনোর আগে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে তার ওপর অত্যাচার চালায় চালক। পরে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।