কবি ইয়াছিন হীরা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টারে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর কবি বন্ধু শফিক আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৯৭০ সালের ১ জুন নবগ্রাম রোডের নিজ বাড়িতে জন্ম গ্রহন করেন তিনি। পিতা মোহাম্মদ ইউসুফ আলী খান ও মাতা মোসাম্মৎ নূরজাহান। স্বশিক্ষিত কবি ইয়াছিন হীরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন।
তাঁর তৃষিত হৃদয় ও পলাশীর কান্না নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, তিন কন্যা, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি আত্মীয় স্বজন রেখে গেছেন। জুম্মার নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কবি ইয়াছিন হীরা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত বছরের শেষে দিকে তার শারীরীক অবস্থার অবনতি হয়।