Home Uncategorized ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে: পানি সম্পদ...

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কাজী হাফিজ ॥
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ২৭৫তম ব্যাচের প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ এবং ২৭৬তম কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল সদর-৫ আসনের সংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বিদেশ গমনেচ্ছুক বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও নতুন কোর্সের উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের’র অধ্যক্ষ আলী আহম্মেদ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রায় কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের বিশেষ ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নয়ন অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।
পরবর্তীতে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন, অটোক্যাড, ইলেকট্রিকাল মেইনটেনেন্স ওয়ার্কাস এবং গার্মেন্টস ট্রেডসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।বরিশাল কারগরি প্রশিক্ষণ কেন্দ্রের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং প্রশিক্ষন কেন্দ্রের প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপন শেষে বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments