Home Uncategorized ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে: পানি সম্পদ...

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কাজী হাফিজ ॥
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ২৭৫তম ব্যাচের প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ এবং ২৭৬তম কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল সদর-৫ আসনের সংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বিদেশ গমনেচ্ছুক বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও নতুন কোর্সের উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের’র অধ্যক্ষ আলী আহম্মেদ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রায় কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের বিশেষ ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নয়ন অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।
পরবর্তীতে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন, অটোক্যাড, ইলেকট্রিকাল মেইনটেনেন্স ওয়ার্কাস এবং গার্মেন্টস ট্রেডসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।বরিশাল কারগরি প্রশিক্ষণ কেন্দ্রের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং প্রশিক্ষন কেন্দ্রের প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপন শেষে বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments