Home রাজনীতি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে আবার মুখ খুললেন কর্নেল অলি, সুব্রত চৌধুরীর ভাষায় আজগুবী

ঐক্যফ্রন্টের বিরুদ্ধে আবার মুখ খুললেন কর্নেল অলি, সুব্রত চৌধুরীর ভাষায় আজগুবী

স্টাফ রিপোর্টার:
বিশ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের মিশন ছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে চিরতরে ক্ষমতার বাইরে রাখা। এ ফ্রন্ট হয়েছিল মূলত বিএনপির সঙ্গে প্রতারণা করার জন্য। দ্য গ্রিন চ্যানেল নামের একটি অনলাইন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. কর্নেল অলি এই মন্তব্য করেছেন এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে  কর্নেল (অব.) অলি আহমদ অলির  বক্তব্যকে আজগুবী বলে আখ্যায়িত করেছেন জাতীয় ঐকফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। জামায়াতে কোনো যুদ্ধাপরাধী নেই অলির এমন মন্তব্য প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, উনি তো জামায়াত সম্পর্কে অনেক নেতিবাচক কথাও বলেছেন অতীতে। উনি যদি জামায়াতের সঙ্গে ঐক্য করতে চান, করুন। অন্য দল বা জোটকে সবক দেওয়ার দরকার কী।
উল্লেখ্য, অলি আহমদ বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন। তিনি দলটির সভাপতি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে তাঁর দল। তাঁর নেতৃত্বে জাতীয় মুক্তি মঞ্চ নামে আলাদা আরেকটি জোট রয়েছে। ২০০১ সালের সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে জামাতের সঙ্গে বিরোধে জড়িয়েগিয়ে বিএনপির নীতিনির্ধারনী নেতৃত্ব থেকে ছিটকে পড়েন অলি আহমেদ। এমকী মন্ত্রীত্ব থেকেও বঞ্চিত হন তিনি। পরের নির্বাচনের পর আওয়ামী লঘি সরকারের সময় তাকে একটি সংষদীয় কমিটির সভাপতি করা হয়। অবশ্য কিছু দিনপর তিনি এ পদ থেকে সড়ে দাড়ান। এর পর তিনি বিএনপির সাথে রাজনীতি করতে শুরু করেন। কিš‘ এখনো বিশেষ সুবিধাকেরে উঠতে পারেনি।
সাক্ষাৎকারে ড. অলি আহমদ বলেছেন, ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট গঠন করা হয়েছিল, সেটা ছিল মূলত বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য। তাদের মিশন ছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে চিরতরে ক্ষমতার বাইরে রাখা। এর সঙ্গে যুক্ত ছিলেন ম্যাওম্যাও করা কিছু বিএনপি নেতা। এলডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।
অলি আহমদ বলেছেন, আমাকে যখন ঐক্যফ্রন্টে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন আমি সরাসরি না করে দিয়েছিলাম। কারণ ড. কামাল হোসেন একজন নামকরা আইনজীবী। তাঁর সঙ্গে আইন পেশা মানায়, রাজনীতি নয়। তিনি আরো বলেছেন, ড. কামাল হোসেন যেখানে সভা-সমাবেশ হয়েছে, সেখানে জয় বাংলা বলে শুরু করেছেন, জয় বঙ্গবন্ধু বলে শেষ করেছেন। একটিবারও জিয়াউর রহমানের নাম এবং খালেদা জিয়ার নাম পর্যন্ত মুখে উ”চারণ করেননি। জামায়াত প্রসঙ্গে এলডিপি প্রধান অলি  বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীতে কোনো যুদ্ধাপরাধী নেই। এখন যাঁরা নেতৃত্বে আছেন, তাঁরা স্বাধীনতাবিরোধী না, তাঁরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা যখন জীবিত ছিলেন, তখন বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করেনি। হঠাৎ করে বিএনপি কেন জামায়াতকে ছেড়ে দিচ্ছে, তা আমার বোধগম্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments