Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ

সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ

দখিনের সময় ডেস্ক:
সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের প্রধান মো. ফখরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। গ্রেপ্তার ফখরুল ৭টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি।
র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন জানান, গ্রেপ্তার ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রেপ্তার আসামি গ্রাহকদের জমা করা কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ৭টি মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গ্রেপ্তার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। সমবায় সমিতি আইনে দায়ের করা ২০১৪ সালের একটি মামলায় চাঁদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত ২০২০ সালে গ্রেপ্তার ফখরুলকে ৭ বছরের কারাদণ্ড এবং ৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা অর্থদণ্ড দেন।
এএসপি আজাহার বলেন, গ্রাহকদের টাকা লুট করার পর থেকেই নিজ এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। সে নিজের প্রকৃত নাম পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থানের সময় বুধবার র‍্যাব-৩ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?

দখিনের সময় ডেস্ক: ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। তাহলে কী...

এবার হোয়াটসঅ্যাপে এআই, যেভাবে কাজ করবেন

দখিনের সময় ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে এই মেসেজিং অ্যাপে। তাই তো ব্যবহারকারীদের...

শরীরের সবচেয়ে অপরিষ্কার স্থান কোনটি?

দখিনের সময় ডেস্ক: শরীরের সবচেয়ে অপরিষ্কার স্থান কোনটি তা জানার আগে প্রথমে বুঝে নিতে হবে, অপরিষ্কার বলতে আসলে কী বোঝানো হয়েছে? আমাদের শরীরের এমন জায়গা...

সুখী হতে কী লাগে?

দখিনের সময় ডেস্ক: সুখ আসলে কী? জীবনে কখনো না কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে নিশ্চয়ই? সুখী হওয়া আসলে নিজের অনুভূতির ব্যাপার। এটি জোর করে...

Recent Comments