• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাসহ ২ জন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাসহ ২ জন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) এবং মাদারীপুর জেলার বাসিন্দা মোটরসাইকেল চালক মো. আল-আমীন সিরাজ (৪৫)। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় মফিজুর রহমান রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, আর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়, এবং চালকও আহত হয়।দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে।