• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিজ্ঞতা ছাড়াই ৩০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
অভিজ্ঞতা ছাড়াই ৩০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। “অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)” পদে ৩০০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের এমবিএ, এমএসসি, বিবিএ বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। তবে কোনো পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি মাসিক বিক্রয় কমিশন, বিক্রয় প্রণোদনা, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন-হাউস ইনস্যুরেন্স পলিসি, বেতন পর্যালোচনা, এবং ৬ মাস পর টেরিটরি সেলস ম্যানেজার পদে পদোন্নতির সুযোগসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এছাড়া, এই পদের মাধ্যমে বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার এবং নতুন নতুন জ্ঞান অর্জনের সুযোগও থাকছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ জানুয়ারি ২০২৫। আবেদন করতে চাইলে দ্রুত পদক্ষেপ নিন এবং এই আকর্ষণীয় সুযোগের অংশ হয়ে নিজস্ব ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি করুন।