• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অব্যাহত সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ণ
অব্যাহত সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী
সংবাদটি শেয়ার করুন...
তাৎপর্যপূর্ণ এবং অভাবনীয় বিষয় হচ্ছে, ৫ আগস্টের পরিবর্তনে সেনাবাহিনীর স্পষ্ট ইতিবাচক ভূমিকা থাকা সত্ত্বেও তারা বেসামরিক প্রশাসনে নাক গলায়নি। সেনাবাহিনী বেসামরিক সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছে। এটিও ড. ইউনূস ছাড়া সম্ভব হতো? এ বিষয়েও যথেষ্ট সংশয় থাকারই কথা।
এরপরও সেনাবাহিনী ও সেনাপ্রধান কেন্দ্রিক নানা রকম প্রচারণা ও উসকানি দেওয়া হয়েছে একাধিক মহল থেকে। কেউ কেউ অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাবার অপচেষ্টা চালিয়েছেন। বলাবাহুল্য, এ হচ্ছে দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার অপপ্রয়াস। আরও অনেক খেলা ছিল, আছে, এবং থাকবে। এরপরও কয়েক মাস ধরে বাজার অস্থিতিশীল থাকার পর সম্প্রতি বেশ নিম্নগামী হয়েছে। রোজায় নিত্যপণ্যের দাম কল্পনাতীতভাবে নিয়ন্ত্রণেই ছিল। যেমনটি বিগত কোনো সরকারের আমলেই দেখা যায়নি। রিজার্ভ এবং খাদ্যের মজুতও সন্তোষজনক বলে মনে করা হয়।
অথচ আশঙ্কা করা হচ্ছিল, রমজানে দ্রব্যমূল্যের আগুন আকাশ ছোঁবে এবং ঈদের প্রাক্কালে সবকিছু হয়ে যাবে হযবরল। বিশেষ করে ঈদযাত্রা ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। কিন্তু এই আশঙ্কার কোনোটিই ঘটেনি। বরং কল্পনাতীত প্রশান্তিতে মানুষ নাড়ির টানে বাড়ি যেতে পেরেছে। কর্মস্থলে ফিরেছেও একই ধারায়। আর আইনশৃঙ্খলা ছিল অভূতপূর্ব। এ ক্ষেত্রে রাজধানীসহ সারা দেশে এলিট ফোর্স র্যাবের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রাজধানীর অবস্থা পর্যবেক্ষণ শেষে র্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান ২৯ মার্চ গভীর রাতে সাংবাদিকদের মাধ্যমে যে বার্তা দিয়েছেন, তাতে বিশেষ ফলোদয় হয়েছে বলে ধারণা করা হয়। দেশবাসীকে আশ্বস্ত করার জন্য র্যাব ডিজি জানিয়েছেন, ‘র্যাবের বোম ডিসপোজাল ও ডগ স্কোয়াড প্রস্তুত, চলবে সার্বক্ষণিক মনিটরিং।’ এ সময় র্যাব ডিজি এও বলেছেন, ‘ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত নারীদের উত্ত্যক্ত, ইভটিজিং বা যৌন হয়রানি রোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আর শুধু বলা নয়, র্যাব যে কাজও করেছে, তা প্রমাণিত, যা সাধারণেরও নজর কেড়েছে।
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ৬/৪/২০২৫। শিরোনাম, ‘এত ভালো ভালো না!’