• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীন-কোরিয়া পেতে চলেছে বিনিয়োগকারীদের ব্রেকফাস্ট ট্রিট!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
চীন-কোরিয়া পেতে চলেছে বিনিয়োগকারীদের ব্রেকফাস্ট ট্রিট!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে মাসিক প্রাতঃরাশ সভার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের যেকোনো উদ্বেগ দূর করতে এবং বিনিয়োগ প্রক্রিয়াকে দ্রুত করতে এই বিশেষ ব্রেকফাস্ট মিটিং আয়োজন করবে বিডা। প্রতি মাসের ১০ তারিখ এই আয়োজন চলবে, যেখানে বিনিয়োগকারীরা সরাসরি সমস্যার কথা বলতে পারবেন, এমনকি থাকবে একটি হটলাইন ও কল সেন্টারও।
বৈঠকে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পরিচালিত নীতি সংস্কার ও ব্যবসা-বান্ধব পরিবেশ বিদেশি বিনিয়োগে নতুন গতি আনছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তা আগে কখনও ছিল না। বৈঠকে অবকাঠামো, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, টেক্সটাইল ও আইটি খাতের অন্তত ৩০ জন চীনা বিনিয়োগকারী অংশ নেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বের অন্যতম বড় হেডগিয়ার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান।
ড. ইউনূস জানান, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশে শীর্ষ চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়া মোংলা ও চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে অনেক কোম্পানি। তারা ইভি রূপান্তর, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন এবং অফশোর সৌর বিদ্যুৎ প্রকল্পেও বিনিয়োগে আগ্রহী। একই দিনে দক্ষিণ কোরিয়ান বিনিয়োগকারীরাও প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন।