• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের ১৪ বছরের সাজা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৫:১৩ অপরাহ্ণ
ইমরান খানের ১৪ বছরের সাজা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবি পেয়েছেন ৭ বছরের কারাদণ্ড। শুক্রবার (১৭ জানুয়ারি) ইমরান খানের দল পিটিআই বিষয়টি নিশ্চিত করে। আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করে জানায়, প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। সাজার পাশাপাশি ইমরানকে ১০ লাখ এবং বুশরা বিবিকে ৫ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে বাহরিয়া টাউন লিমিটেড থেকে কোটি কোটি রুপি এবং জমি নেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্য পাকিস্তানকে যে অর্থ ফেরত দিয়েছিল, তা বৈধ করতেই এসব লেনদেন হয়। তবে ইমরানের আইনজীবী এই রায়কে ‘ভুয়া’ আখ্যা দিয়ে বলেন, মামলায় ক্ষতির কোনো প্রমাণই উপস্থাপন করা হয়নি। পিটিআই জানিয়েছে, তারা রায়ের পূর্ণ বিবরণীর জন্য অপেক্ষা করছে এবং দাবি করেছে যে, মামলাটি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রণোদিত।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। পিটিআইয়ের ভাষ্যমতে, এসব মামলার উদ্দেশ্য ইমরানকে রাজনীতি থেকে সরিয়ে রাখা। ইমরান সমর্থকদের দাবি, এই রায় শুধু তাদের নেতার জন্য নয়, পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।