ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ওয়্যারহাউজ সুপারভাইজার এবং সিনিয়র সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কাজের অভিজ্ঞতা প্রয়োজন ১ থেকে ৩ বছর, সঙ্গে টিম ম্যানেজমেন্টে দক্ষতা।
এই পদের জন্য কর্মস্থল ঢাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ জানুয়ারি, চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। চুক্তিভিত্তিক এই চাকরিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে এবং প্রতিষ্ঠানটি তাদের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করবে।আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এটি হতে পারে আপনার ক্যারিয়ার গঠনের দারুণ এক সুযোগ। তাই দেরি না করে আবেদন করে ফেলুন এখনই!