• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ
ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ব্যাংক এশিয়া পিএলসি তাদের রিকভারি ইউনিটে ক্রেডিট অ্যানালিস্ট পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। পদটি সিনিয়র অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত নির্ধারিত হতে পারে। আগ্রহী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, এই পদের জন্য প্রার্থীদের ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন নিয়ে আলোচনা করা হবে নিয়োগ প্রক্রিয়ার সময়।
এই চাকরিটি ফুল টাইম এবং ঢাকায় কর্মস্থল নির্ধারিত। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য আবেদন উন্মুক্ত। ব্যাংক এশিয়ার এই পদটি বিশেষভাবে অভিজ্ঞ এবং মেধাবী প্রার্থীদের জন্য তৈরি করা হয়েছে। যারা ব্যাংকিং খাতে নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
আবেদন করতে আগ্রহীরা ব্যাংক এশিয়া পিএলসি-এর ওয়েবসাইটের মাধ্যমে ২৬ জানুয়ারি ২০২৫ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সময়মতো আবেদন নিশ্চিত করতে এখনই বিস্তারিত তথ্য দেখে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফেলুন।