বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের সুস্থতার জন্য দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার লন্ডনে তার মাকে দেখতে গিয়ে তিনি হাসপাতালের বাইরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় মায়ের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি কোনো মন্তব্য করেননি তিনি। তারেক বলেন, “আমি দেশের জনগণকে বলব, আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা পর্যালোচনা করছে। তারেক রহমানের পক্ষ থেকে জনগণের কাছে মায়ের জন্য দোয়া চাওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা শুরুর পর তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা, এবং দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয়েছে সর্বত্র।