• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ১৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বাইরে, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, এবং ময়মনসিংহ বিভাগেও ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৮ দিনে ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে আটজন মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পুরুষদের মধ্যে।
গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে ইতিমধ্যে আটজন মৃত্যুবরণ করেছেন, যেখানে গত বছর পুরো বছরজুড়ে ৫৭৫ জন মারা গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি অনুসারে, ডেঙ্গু সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারী ও বেসরকারী হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।