• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে নেই সারজিস

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১৭:০০ অপরাহ্ণ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে নেই সারজিস
সংবাদটি শেয়ার করুন...

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ আর নেই। তিনি নিজেও এ দায়িত্বে নেই বলে নিশ্চিত করেছেন। ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করতে গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে, ‘সাধারণ সম্পাদক’ পদটি বাতিল করা হয়েছে এবং নতুন কাঠামোতে ‘এক্সিকিউটিভ কমিটি’ সব কার্যক্রম পরিচালনা করছে। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে এখন দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অন্যদিকে, ‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের নীতিমালা প্রণয়নে কাজ করবে, যেখানে চারজন উপদেষ্টা যুক্ত রয়েছেন।

ফেসবুকে এক পোস্টে সারজিস আলম বলেন, গত বছরের ২১ অক্টোবর তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। জানুয়ারিতে সাইনিং অথোরিটি হস্তান্তরের মধ্য দিয়ে তার দায়িত্ব শেষ হয়। দায়িত্ব পালনকালে প্রায় ৬২৮ জন শহীদ পরিবার ও ২ হাজার আহত ব্যক্তিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তিনি জানান, ফাউন্ডেশনে সময় দেওয়া সম্ভব না হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। এ সিদ্ধান্তকে দুর্বলতা নয়, বরং দায়িত্বের প্রতি সততার প্রতীক হিসেবে উল্লেখ করেন সারজিস।