দখিনের সময় ডেস্ক:
ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর মেসি মাঠে ফিরে চমক দেখিয়েছেন। মায়ামির হয়ে শেষ তিনটি ম্যাচে না খেললেও, শুক্রবার (১৪ মার্চ) সকালে ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আবার মাঠে নামেন মেসি। যদিও শুরুর একাদশে তিনি ছিলেন না, তবে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মেসির উপস্থিতি দলের জন্য শুভ হয়ে ওঠে, কারণ মাঠে নেমে তিনি গোল করেন এবং মায়ামিকে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পৌঁছে দেন।
ম্যাচটি শুরু হয় উরুগুয়ের সুয়ারেজের পেনাল্টি গোল দিয়ে। প্রথমার্ধে ৩৭তম মিনিটে তার গোলটি মায়ামিকে এগিয়ে নিয়ে যায়। তবে দ্বিতীয় হাফে সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি এবং খুব দ্রুতই তিনি গোল করেন। ম্যাচের বাড়ানো সময়ে দ্বিতীয় মিনিটে তার করা গোল মায়ামির ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। এই জয় দিয়ে মায়ামি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পৌঁছায়, যেখানে মেসিরা সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যায়।
ক্যাভালিয়েরের বিপক্ষে করা গোলটি মেসির ক্যারিয়ারে ৩৭তম গোল এবং এই গোলের মাধ্যমে তার মোট গোলের সংখ্যা দাঁড়াল ৮৫৩টি। তার এই অসাধারণ পারফরম্যান্স মায়ামির জন্য অনেক বড় সাফল্য এনে দিয়েছে, এবং দলের সবাইকে আরও শক্তিশালী করে তুলেছে।