• ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

একাদশে অপরিবর্তিত, ফিল্ডিংয়ে টাইগ্রেসরা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ
একাদশে অপরিবর্তিত, ফিল্ডিংয়ে টাইগ্রেসরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ নারী ক্রিকেট দল ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে। ১৫৪ রানে জয় নিয়ে টাইগ্রেসরা সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে একটি জয় প্রয়োজন, আর সেই লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে তারা।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামেন। বাংলাদেশের আগের ম্যাচের জয়ী একাদশই খেলছে এদিন। অপরদিকে, আয়ারল্যান্ড বড় ব্যবধানে হেরে গেলেও তাদের একাদশে কোনো পরিবর্তন করা হয়নি।
এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ব্যাটিং করছে এবং বাংলাদেশ এখন ফিল্ডিংয়ে।সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল ইতিহাস রচনা করেছে। এটি ছিল তাদের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ আরও শক্তিশালীভাবে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। এছাড়া, আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আরও ৫টি ম্যাচ জিততে হবে।
বাংলাদেশ একাদশে রয়েছেন ফারজানা হক, শোভহানা মোস্তারি, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার। অন্যদিকে, আয়ারল্যান্ড একাদশে আছেন সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে।