• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর জাদুতে আল নাসরের জয়রথ!

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
রোনালদোর জাদুতে আল নাসরের জয়রথ!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ পারফরম্যান্সে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের দুই অর্ধে পর্তুগিজ সুপারস্টার রোনালদো গোল দুটি করেন। এই জয়ের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়ালো ৯১৫টিতে, আর চলতি বছরে ৫০ ম্যাচে এটি তার ৪২তম গোল।
রিয়াদের আল-আওয়াল পার্কে শুরু থেকেই প্রতিপক্ষ দামাকের ওপর চাপ ধরে রাখে আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে তাদের ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন, আর সেটি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। বিরতির পর উভয় দলই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। তবে কোনো দলই রক্ষণভাগ ভেদ করে গোল করতে পারছিল না। এক পর্যায়ে দামাকের খেলোয়াড় বেদ্রানে লাল কার্ড দেখলে তারা ১০ জনের দলে পরিণত হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচের শেষার্ধে ৭৯তম মিনিটে নওয়াফ বুশালের ক্রসে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বাকি সময়ে গোল পরিশোধে মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয় দামাক। ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আল নাসর। আগামী ২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল সাদের মুখোমুখি হবে রোনালদো ও তার দল।