জেডেন সিলসের একদম দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে মাত্র ১৬৪ রানে গুটিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সিলস ১৫.৫-১০-৫-৪ নিয়ে ম্যাচের গতিপথ বদলাতে সহায়তা করেন, যেখানে তিনি দুই দিন ধরে মোট ছয়টি মেডেন ওভার ফেলেছেন। শামার জোসেফও ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ওপর চাপ তৈরি করেন। শাহাদাত হোসেন ও শাদমান ইসলামের মধ্যে ৭৩ রানের জুটি গড়ার পর বাংলাদেশ পরবর্তী ১৫ রানে চারটি উইকেট হারিয়ে নাটকীয়ভাবে ভেঙে পড়ে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরু ছিল সাবধানী, যেখানে ক্রেইগ ব্র্যাথওয়েট ও মাইকাইল লুইস বেশ সতর্কভাবে খেলছিলেন। ব্র্যাথওয়েট কিছু ওভারপিচ ডেলিভারিতে ব্যাক ফুট থেকে চার মারতে থাকেন। নাহিদ রানা যখন তাদের চাপে ফেলতে চেষ্টা করেন, লুইস তার ৪ রান নিয়ে সাজঘরে ফিরে যান। দিনের শেষ পর্যন্ত ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত থাকেন এবং কেসি কার্টি ১৯ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের ব্যাটিং ভাঙার পর ওয়েস্ট ইন্ডিজ তাদের ৭০/১ স্কোর নিয়ে দিন শেষ করে, এখনও ৯৪ রানে পিছিয়ে।