• ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে চীনা কারখানা আনতে আগ্রহী এক্সিম ব্যাংক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ১৫:২৯ অপরাহ্ণ
বাংলাদেশে চীনা কারখানা আনতে আগ্রহী এক্সিম ব্যাংক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক) বাংলাদেশকে চীনা উৎপাদনকেন্দ্র স্থাপনে সহায়তা করবে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। তিনি বলেন, বাংলাদেশকে একটি রফতানি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেখানে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন কার্যক্রম স্থানান্তর করবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরামে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, চীনের এক্সিম ব্যাংক এতদিন শুধু অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে অর্থায়ন করলেও এবারই প্রথম তারা সরাসরি শিল্প বিনিয়োগে আগ্রহ দেখালো।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান চীনের শিল্প সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে একটি বিশেষ চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যা চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এ ছাড়া, দেশের নতুন গভীর সমুদ্রবন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, নেপাল, ভূটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্যও বাণিজ্য সুবিধা বাড়াবে। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানান এবং বিনিয়োগকারীদের জন্য বাণিজ্য করিডোর ও বিশেষ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার বাজার ধরতে একটি চমৎকার অবস্থানে রয়েছে। চীনের বহু প্রতিষ্ঠান এখন বৈশ্বিক বাজারে প্রবেশ করছে, এবং এক্সিম ব্যাংক বাংলাদেশে তাদের বিনিয়োগ সহায়তা করবে। একই সঙ্গে তিনি বাংলাদেশকে চীনা মুদ্রা রেনমিনবিতে (আরএমবি) সহজ শর্তে ঋণ নেওয়ার পরামর্শ দেন। বৈঠকে বাংলাদেশের কর্মকর্তারা এক্সিম ব্যাংকের অর্থ ছাড়ের প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানান এবং প্রকল্প ব্যয় কমাতে ব্যাংকের ফি হ্রাসের দাবি করেন। চেন জানান, এসব প্রস্তাব পর্যালোচনা করা হবে এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিগগিরই পরবর্তী বৈঠকে বসবেন।